ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাবিতে বিইউএলএফ এক দশকপূর্তির উপলক্ষে ১২ টি ভাষার আলোচনা ও মনোজ্ঞ গজল সন্ধ্যা


জানুয়ারি ২৯, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি:   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)বাংলা-উর্দু মিলিটারি ফোরামের (বিইউএলএফ)এক দশকপূর্তির উপলক্ষে ১২ টি ভাষার আলোচনা ও মনোজ্ঞ গজল সন্ধ্যার আয়োজন করা হয় ।আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটিতে প্রধান অথিতি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড.মোহাম্মদ মাঈন উদ্দীন,উপ উপাচার্য (প্রশাসন) ও অধ্যাপক ড. ফরিদউদ্দিন খান উপ উপাচার্য (একাডেমিক) রাবি।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম শামীম খান।এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সফিকুন্নবী সামাদী, ভারতীয় সাহিত্য অকাদেমী কর্তৃক প্রেমচান্দ ফেলোশিপ প্রাপ্ত উর্দু-হিন্দী অনুবাদক ও অধ্যাপক, বাংলা বিভাগ, রা.বি।প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড. মাসউদ আখতার, অধ্যাপক,ভিজিটিং প্রফেসর ড.ইসমাইল সাদেকী,প্রফেসর ড. হোসনে আরা আরজু স্বাতী, প্রফেসর ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম, প্রফেসর (অব.) মো. আবুল কাসেম, প্রফেসর (অব.) মঞ্জুলা চৌধুরী, মি. লিম বোংথেক, মি. তিয়ানপিন ঝাও, প্রফেসর ড. নূরুল ইসলাম, অধ্যাপক,জনাব ইমদাদুল হক।অনুষ্ঠানটি দুইটি পর্বে ভাগ করে করা হয়। অনুষ্ঠানে বহু ভাষা আলাপে বাংলা, ইংরেজী, উর্দু, ফার্সী, আরবী, হিন্দি, সংস্কৃত, চাইনিজ, জাপানিজ, জার্মান, কোরিয়ান, ফ্রেঞ্চ মোট ১২ টি ভাষার প্রতিনিধিগণ আলোচনা করেন।সাহিত্য ও শিল্প-সংস্কৃতির পরিপোশক বাংলা-উর্দু লিটারারি ফোরাম তার দশ বছর পূর্ণ করেছে। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে পাঠ্যক্রমের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চা, শিক্ষার মানোন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে বিদেশি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।স্বাগত বক্তব্যে অধ্যাপক ড.মোঃ সামিউল ইসলাম বলেন, এই আয়োজনে বিভিন্ন দেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলা ভাষার সাথে বিভিন্ন ভাষা চর্চার গুরুত্ব কেন জরুরি সেই বিষয়টি উঠে আসবে বলে আমরা মনে করি। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে বাংলাদেশে সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরির প্রচেষ্টা থাকবে। একই সাথে বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের তরুণ গবেষকেরা যাতে সম্মানের সাথে অংশ নিতে পারে, সেই বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। স্কলারশীপ প্রাপ্তির সন্ধানও পাবে এই অনুষ্ঠানের মাধ্যমে।উল্লেখ্য, ২০১৪ সালের ৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলা-উর্দু লিটারারি ফোরাম। এক দশকের বেশি সময় ধরে সংগঠনটি অনুবাদ সাহিত্য ও সৃজনশীল সাহিত্য চর্চা করে আসছে। সংগঠনটি বিভিন্ন দেশের ভাষা, সাহিত্য-সংস্কৃতি বাংলা ভাষায় অনুবাদ ও চর্চা করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনন বিকাশ এবং ক্যারিয়ার উন্নয়নের কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা মনে করে, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যের বিকাশের জন্য বিশ্বজ্ঞানকে আত্বস্থ করার বিকল্প নাই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।