স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারের গ্রোথ সেন্টারের ভিতরে আগুন গেলে একটি সবজির দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।জানাযায় মঙ্গলবার(১৪জানুয়ারি) দুপুর ২ টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের অবস্থিত ময়না মিয়ার কাঁচামাল (সবজি) বিক্রেতার একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।এখানে অনেক কাঁচামালের পাইকারীআড়ৎ ও খুচরা মালামালের দোকান ছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আর না হলে ভয়াবহ আগুন লেগে ক্ষতি হয়ে যেত বলে স্থানীয়রা জানান।আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নিবাতে চলে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছে পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এতে দোকানে থাকা সবজি কেরেট, দোকানের আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়।নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফাইটার দুলাল আহমেদের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই একটি সবজির কাঁচামাল দোকান আগুনে পুড়ে যায়। ধরণা করা হচ্ছে পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।