ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহ পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদের ১০ম বছর পূর্তি অনুষ্ঠিত উদযাপন


জানুয়ারি ২৯, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ   ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক উন্নয়ন মুলুক সংগঠন পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদের ১০ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জানুয়ারি বেলা ১২টায প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশুপার্কে ঝিনাইদহের কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও সকল আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন খেলা ধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসুলেটেন্ট হিউম্যান রিসোর্স এন্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ঢাকা ও পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান (সেলিম)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ঐক্য জোট, ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক, গাউস গোর্গি পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড শহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আসলাম হোসেন । সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব রবিউল ইসলাম খাঁ (টুটু), যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী ও সাংগঠনিক সম্পাদক আরজু আহমেদ শামীম। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমি ঝিনাইদহ। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী জনাব ফারুক হোসেন লিটন, গোলাম কুদ্দুস, মোস্তাফিজুর নয়ন, কাওসার আলী বিশ্বাস, আনোয়ার হোসেন, সাইফুল আলম মিলন, গুলশানারা খাতুন । প্রধান অতিথি বলেন পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানা রকম সামাজিক কর্মকান্ড করে থাকেন যা প্রশংসার দাবি রাখে, তাদের এই কর্মকান্ড গুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে যাতে করে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান গুলোও উৎসাহ পায় । মানুষের কল্যাণে কাজ করা একটি মহৎ কাজ যা সবাই করতে পারে না। উল্লেখ্য ঝিনাইদহ পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদ নিয়মিত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানা ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকেন। বৈশ্বিক মহামারী করোনাকালিন সময়ে ঘরবন্দী মানুষের সেবায় অসামান্য অবদান রেখেছেন এই প্রতিষ্ঠান।সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে থাকেন, পরিবেশের ভারসাম্য রক্ষার বৃক্ষ রোপন, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, মসজিদ মন্দিরে আর্থিক সাহায্য প্রদান করাসহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ড । অনুষ্ঠানে সাংবাদিক, শুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের খাবার বার্ষিক বনভোজন উপলক্ষে উপস্থিত সবার মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।