ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে ২টি চোরাই গরু উদ্ধার


জানুয়ারি ৩০, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়নের ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফিরোজ কবির মন্ডলের প্রচেষ্টায় তার ইউনিয়নের সুন্দইল গ্রাম থেকে চুরি হওয়া দুটি গরু পাশ্ববর্তী ফুলবাড়ী ইউনিয়নের সাতাইল বাতাইল গ্রাম থেকে উদ্ধার হয়েছে।

এলাকাবাসী ও গোবিন্দগঞ্জ থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে কৃষক আয়তাল হোসেনের বাড়ীর গোয়ালঘর থেকে মঙ্গলবার দিবাগত রাতে সুকৌশলে দরজা খুলে অজ্ঞাত চোরেরা একটি বড় ও একটি ছোট দুটি গরু চুরি করে নিয়ে যায়।

আজ বুধবার সকালে কৃষক আয়তাল গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে গিয়ে দেখেন গরুগুলি নাই। তখন তিনি বুঝতে পারেন,চোরেরা গুরুগুলি চুরি করে নিয়ে গেছে। এবং খোঁজ খবর করতে থাকেন, এবং ক্ষতিগ্রস্থ কৃষক বিষয়টি তালুককানুপুর ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফিরোজ কবির মন্ডলকে জানালে তিনি বেশ কয়েকটি টিম করে গ্রামে গ্রামে খোঁজ খবর নিতে থাকেন। একপর্যায়ে আজ দুপুর ১২টার দিকে খোঁজ পান যে, ফুলবাড়ী ইউনিয়নের সাতাইল বাতাইল গ্রামের ছায়েদ আলী মন্ডলের ছেলে সৌদি প্রবাসী শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিমু বেগমের বাড়ীতে গরু দুটি আছে।

পরে বিষয়টি তালুককানুপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ কবির মন্ডল গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জকে জানালে এস আই হারুনর রশিদ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেন।এবং সেই বাড়ীতে থাকা লোকজনকে জিজ্ঞেসাবাদ করলে তারা জানতে পারেন, রাত সাড়ে ৩ টার দিকে আব্দুল জলিল মন্ডলের ছেলে আইনুল ও ছায়েদ আলীর আরেক ছেলে রফিকুল গরু দুটি চুরি করে নিয়ে এসেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বিচার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। এলাকাবাসী আরও জানায়,চোরেরা মাঝে মধ্যেই চোরা গরু ওই বাড়ীতে রেখে পরে বি়ভিন্ন হাটে এই চক্রটি গরু বিক্রি করত।

এবিষয়ে আরও জানতে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলুর মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন তারা গরুর ব্যবসা করতো। এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,এ বিষয়ে মামলা দায়ের সহ চোর চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।