কেএম সবুজ: শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের দল এখন টঙ্গীমুখী। পুরো শিল্পনগরী টঙ্গী মানুষের নগরীতে পরিণত হয়েছে। ইবাদত-বন্দেগির মোক্ষম সময় হৃদয়ে ধারণ করে মুসল্লিদের স্রোত টঙ্গীমুখী। এই স্রোত অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। আজ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। কোন কোন জেলার মুসল্লি কোন খিত্তায় অবস্থান নেবেন সে দিক-নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে। ময়দানের মুসল্লিদের অবস্থান ও জেলাওয়ারী নির্দিষ্ট খিত্তায় (ভাগে) বিভক্ত করা হয়েছে। ইজতেমায় বিশ্বের অর্ধশত দেশের প্রায় ১০-১৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। গতকাল বিকাল পর্যন্ত বিভিন্ন ৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছে বলে আয়োজক কমিটির অন্যতম মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মানবজমিনকে জানান। দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদ ওলামায়ে কেরামগণ ছয় উসুল যথা- ঈমান, নামাজ, এলেম এবং জিকির একরাম নিয়ত দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বয়ান রাখবেন। মূল বয়ানের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় তরজমা করা হবে।