ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মালামালসহ গ্রেফতার ২জন


ডিসেম্বর ৭, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মালামালসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।গতকাল শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি)দিলীপ কান্ত নাথ দিকনির্দেশনায় ও এসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভাস্থ দক্ষিণ বড়চর সাকিনস্থ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ (আরএফএল) এর প্রধান গেইটের সামনে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পার্শ্বে চেকপোস্ট বসাইয়া যানবাহনে তল্লাশী করে ঢাকামুখী একটি হলুদ রংয়ের কাভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫। তল্লাশী কালে কাভার্ডভ্যানের ভিতরে থাকা ২৬টি ছোট বড় সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে লাল ও খয়েরী রংয়ের মোট ৩১০ পিছ ভারতীয় শাড়ী,১৪৯৫ গজ বিভিন্ন রংয়ের প্যান্টের ভারতীয় থানকাপড়, ৬,৩০০ পিছ ছোট বড় চশমা (সানগ্লাস) শুল্ক ফাঁকি দিয়া অবৈধভাবে চোরাই পথে ভারত হইতে বাংলাদেশে নিয়ে আসা জব্দকৃত উপরোক্ত মালামালগুলোর সর্বমোট মূল্য ৫৩,৪৫,০০০/- (তিপ্পান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা মালামালসহ ২জন গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি হলো -ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের নজরুল হাওলাদার ছেলে মোঃ হাবিব হাওলাদার (৩০),ও একই গ্রামের রাশেদ মোল্লা ছেলে মোঃ রিশাদ (১৯)।পরবর্তীতে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৪ ধারাঃ The Special Power Act, 1974 এর 25B(1)(b) /25 D রুজু করা হয়।গ্রেফতারের সততা নিশ্চিত করেন, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) দিলিপ কান্ত নাথ। তিনি বলেন আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।