ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরের কমলনগরে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত


ডিসেম্বর ১০, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন:   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার(১০ ডিসেম্বর-২০২৪) উপজেলা সভাকক্ষে উপজেলার ১২টি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয় স্থানীয় চাহিদার ভিত্তিতে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।উপজেলা সমবায় অফিসার মো: হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্ভোদন করেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোছলে উদ্দিন ও প্রশিক্ষক শিল্পী আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পরিদর্শক নাজমুন্নাহার ও অফিস সহকারী কামরুন্নাহার।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।