ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

ভালুকায় চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে যুবক নিহত


ডিসেম্বর ১২, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:   ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে সাকিব সিকদার নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অটো চোর রুহুল আমীনকে আটকের পর থানায় সোপর্দ করছে স্থানীয়রা।ভালুকা মডেল থানার তদন্ত ওসি হুমায়ুন কবির জানান, বুধবার মধ্য রাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবী, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাঁধা দেয়। এ-সময় রুহুলের হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে সাকিব ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব সিকদার পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।