বেড়া (পাবনা) প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেড়া পৌর বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।(১৬ ডিসেম্বর) সোমবার বেলা ১১.০০ সময় বেড়া পৌর বিএনপির কার্যালয় থেকে মহান বিজয় দিবসের বিজয় র্যালি শুরু হয়।এসময় পৌরসভার ১০টি ওয়ার্ড থেকে পৌর বিএনপির ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে পৌর বিএনপির কার্যালয় এর সামনে সমবেত হন। বেলা ১১.০০ টায় বেড়া পৌর বিএনপির আহ্ববায়ক আলহাজ্ব মোঃ ফজলুল রহমান ফকির এর সভাপতিত্বে ব্যানার ফেস্টুন এর সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিতে যোগ দেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে বেড়া পৌরসভার এর রাজপথ। দীর্ঘদিন পরে এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিত ও উৎসাহ দেখা গেছে। বিজয় র্যালিটি বেড়া উপজেলা রোড, হাতিগারা, পায়না, ডাকবাংলা বেড়া বাজার হয়ে ফকিরের চাউল মিল চত্বরে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সদস্য সচিব মোঃ সালাউদ্দিন ইকবাল,যুগ্ন আহবায়ক, সাজেদুল ইসলাম দিপু, যুগ্ন আহবায়ক, ময়নুল হক, যুগ্ন আহবায়ক, আকসেদ আলী, যুগ্ম আহবায়ক, মোঃ ময়েন উদ্দিন খাজা, বেড়া পৌর যুবদলের আহবায়ক, মোঃ জাহাঙ্গীর মোল্লা, যুগ্ম আহবায়ক, সামছুল রহমান সজীব চৌধুরী, যুগ্ন আহবায়ক, মোঃ জাহান খান, যুগ্ম আহবায়ক, মোঃ সেলিম প্রামানিক, যুগ্ম আহবায়ক, মোঃ ওমর আলী, মোঃ মুন্তাজ সত্তদাগর, বেড়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজর আলী, বেড়া পৌর ছাত্রদলের আহবায়ক, ফারুক আহমেদ জনি, ছাত্রদলের সদস্য সচিব মোঃ মানিক হোসেন, যুগ্ন আহবায়ক, মিঠুন আহমেদ, যুগ্ন আহবায়ক, প্রিন্স খান, মোঃ মুরাদ হোসেন, মোঃ জাহিদ হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক, আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।