ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪

নবীগঞ্জে বাসের দুর্ঘটনায় ২জন নিহত আহত ১০


ডিসেম্বর ৮, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জে মহাসড়কে প্রচন্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার (৮ ডিসেম্বর) সকালে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দুই জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে প্রচন্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়।এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।ঘটনাস্থলে বাসে থাকা দুই পুরুষ যাত্রী নিহত হন। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।