ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে ৪টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত!


ডিসেম্বর ১২, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। শুধু তাই নয়,দলটি ৩০০ আসনে প্রার্থীও ঠিক করে রাখছে। মাঠপর্যায়ে রোকনদের (শপথধারী সদস্য) মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা নির্বাচিত করা হয়েছে। সূত্র জানায়, সরকারের একটি গোয়েন্দা সংস্থা ওই তালিকা হাতে পেয়েছে। গোপন সেই তালিকাটি খবরের কাগজেরও হাতে এসেছে।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা আত্মগোপনে চলে গেছেন। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নিবে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে পরিস্থিতি এমন হলে বিএনপির সঙ্গে নির্বাচনি জোট গঠনের কোনো প্রয়োজন দেখছে না একসময়ের প্রধান মিত্র জামায়াতে ইসলামী।নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচনি বোর্ড পরিচালনার সভাপতি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল সারা দেশে বিভিন্ন নির্বাচনি আসনে গিয়ে রোকনদের মতামত নিয়ে দলটির প্রার্থী নির্বাচন করেছে।এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, ‘জামায়াত নির্বাচনমুখী একটি দল। নির্বাচন এলেই জামায়াতের প্রার্থীরা মাঠে কাজ করবেন এটা স্বাভাবিক ব্যাপার।’ তিনি আরও বলেন, শুধু জামায়াত কেন, যেসব দল নির্বাচন করে তারাও প্রার্থী নির্বাচন এবং নির্বাচনি গণসংযোগ করে।’নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় আরেক নেতা বলেন, যে তালিকার কথা বলা হচ্ছে সেটি এক ধরনের প্রাথমিক তালিকা। নির্বাচনের তারিখ ঘোষণা হলে ওই তালিকা আরও সংশোধন হতে পারে।

জানা গেছে, হবিগঞ্জ-১(নবীগঞ্জ -বাহুবল) আসনে মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২(বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনে প্রফেসর আমজাদ হোসেন, হবিগঞ্জ-৩(হবিগঞ্জসদর,লাখাই,শায়েস্তাগঞ্জ) আসনে কাজী মহসিন হোসেন, হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনে মাওলানা মোখলেসুর রহমান।

এছাড়া,সুনামগঞ্জ-১ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ হাফেজ নুরুল আলম সিদ্দিক, সুনামগঞ্জ-৩ মাস্টার নুরুল হাকিম, সুনামগঞ্জ-৪ অ্যাডভোকেট মো. শামসউদ্দিন ও সুনামগঞ্জ-৫ মাওলানা আবদুস সালাম আল মাদানী।

সিলেট-১ আসনে ডা. শফিকুর রহমান নির্বাচন করবেন বলে জানা গেছে। এ ছাড়াও সিলেট-২ আসনে অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৩ মাওলানা লোকমান আহমেদ, সিলেট-৪ প্রভাষক জয়নাল আবেদীন, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান।

মৌলভীবাজার-১ মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, মৌলভীবাজার-৩ আবদুল হান্নান, মৌলভীবাজার-৪ আবদুল আওয়াল তরফদার নির্বাচন করবেন বলে জানা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।