ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে বিধবার জমি জোর করে দখলের চেষ্টা


ডিসেম্বর ১৫, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে এক বিধবার জমি জোর করে দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় বিধবা হালিমা বেগম বাদী হয়ে ১৯শে ডিসেম্বর টঙ্গিবাড়ী থানায় সুলতান মাতবর ও ছেলে ইমরান মাতবরকে আসামী করে একটি অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামের নয়না মৌজার আর এস ৫৫০ দাগের নাল জমি ৪১শতাংশ নয়না গ্রামের মৃত খোরশেদ মাতবরের বিধবা স্ত্রী হালিমা বেগম দির্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে । এই সম্পত্তি একই গ্রামের মৃত মান্নান মাতবরের ছেলে সুলতান মাতবর ও তার ছেলে ইমরান মাতবর জোর করে দখল করার জন্য পাঁয়তারা করে আসছে ।হালিমা বেগম জানান, আমার স্বামী নেই আমার সম্পত্তি সুলতান মাতবর জোর করে দখল করার চেষ্ঠা করছে এবং আমাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিচ্ছে । আমি তার ভয়ে আতংঙ্ক অবস্থায় বসবাস করছি । মামলা তদন্তকারী কর্মকতা এস আই আমিনুর জানান, উক্ত ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে । সে জোর করে জমিতে যাওয়া চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।