মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে জোড় করে এক অসহায় ব্যাক্তির ব্যাবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টঙ্গিবাড়ী উপজেলার বেতকা নতুন বাজারের শাহ জামাল এর দোকন ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে বেতকা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মনোয়ারা বেগম বলে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ। এ নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে মঙ্গলবার বিকালে গিয়ে দেখা যায় ওই বাজারের শাহ জামাল এর দোকান ঘরের ৩টি শাটারে মোট ৬টি তালা ঝুলছে। ওই বাজারের কতিপয় ব্যাবসায়ী বলেন, সোমবার ( ১৬ ডিসেম্বর ) বেলা ১১ টার দিকে মনোয়ার বেগম লোকজন নিয়ে এসে ওই দোকান ঘরের আসবাব পত্র বের করে তালা ঝুলিয়ে দিয়ে গেছেন। এ সময় শাহ জামাল এর দোকানের ভারাটিয়া মোঃ মনির সেখকে ভয় ভীতি দেখিয়ে বের করে দিয়ে ওই দোকনঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেন কতিপয় ব্যবসায়ী।এ ঘটনায় শাহ জামাল টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শাহ জামাল বলেন, প্রায় ২২ বছর যাবৎ আমি দক্ষিন বেতকা নতুন বাজারের দুই শতাংশ সরকারী জমিতে ঘর তুলে ব্যবসা করে আসছি। আমি জমিটি লিজ নেওয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি। কিন্তু আমাদের এলাকার মহিলা মেম্বার মনোয়ারা বেগম জোড় করে আমার দোকানের ভাড়াটিয়াকে বের করে দিয়ে আমার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন।এ ব্যাপারে শাহ জামাল এর পার্শ্ববর্তী দোকানদার মোসলেম তালুকদার বলেন, ২২ বছর আগে এই বাজারের সরকারী খাস জমি বাজার কমিটি লটারির মাধ্যমে আমাদের ঘর তুলতে দেয়। এরপর হতে ঘর তুলে আমরা এই বাজারে ব্যবসা করছি। সরকারী সম্পত্তি লিজ এনে সরকারের টেক্র নিয়মিত পরিষোধ করছি। কিন্তু ইউপি সদস্য মনোয়ারা বেগম জোড় করে শাহ জামাল এর দোকানের মালামাল বের করে দিয়ে দোকান তালা লাগিয়ে দিয়ে গেছে।এ ব্যাপারে ভাড়াটিয়া মনির হোসেন বলেন, শাহ-জামাল এর কাছ হতে আমি দোকানটি ৭ বছর আগে ভাড়া নেই। এর আগে সে নিজেই দোকান চালাতো। সোমবার বেলা ১১টার দিকে মহিলা মেম্বার মনোয়ারা তার মেয়ে জামাইসহ লোকজন নিয়ে এসে আমাকে দোকান হতে বের করে দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমাকে মনোয়ারা বলে তুই বের না হলে আমি এখান হতে চলে যাওয়ার পরে তোর যে কি দশা হবে তা তুই নিজেও ভাবতে পারবি না। আমি ভয়ে বের হয়ে যাই পরে সে শাহ জামাল এর দোকানে তালা ঝুলিয়ে দেয়।স্থাণীয় রতন বলেন, আমরা দেখছি দোকান ঘরটি শাহ জামালের। এই বাজারের শুরু হতে সরকারী জমিতে এই দোকান তুলে ব্যবসা করে আসছে শাহ জামাল পরে সে দোকানটি ভাড়া দেয় মনির হোসেনকে। মনোয়ার বেগম গায়ের জোড়ে এই সম্পত্তির দোকান ঘরটি সে সোমবার দখল করে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত মনোয়ারা বেগম বলেন, ২০০৩ সালে শাহ জামাল আমার স্বামীর কাছ হতে ওই জমিটি চেয়ে নিয়ে একটি দোকান উঠায়। পরে ২০১৫ সালে ওই দোকানের জমি আমার স্বামী আমার নামে লিখে দিয়েছে। তবে ওখানে সরকারী সম্পত্তিও কিছু রয়েছে বলে স্বীকার করেন মনোয়ারা বেগম। তালা দেওয়ার বিষয়ে অস্বিকার করে বলেন আমি দোকান হতে বের করে দিয়েছি তবে কোন তালা দেইনি।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার এসআই আমিনুল ইসলাম বলেন, শাহ জামাল থানায় অভিযোগ দায়ের করলে আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি তদন্ত চলছে।