ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪

টঙ্গিবাড়ীতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী


ডিসেম্বর ১২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা কৃষকদলের প্রস্তাবিত সভাপতি আমিনুল ইসলাম তালুকদারের নেতৃত্বে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে টঙ্গিবাড়ী বাজার অতিক্রম করে মডেল মসজিদের সামনে গিয়ে র‍্যালী টি শেষ হয়। র‍্যালী শেষে আমিনুল তালুকদার বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে তার দোসররা দেশে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব ঢালী মোহাম্মদ পারভেজ, আব্দুল আজিজ হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।