মোঃ রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: আজ ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার পাবনা জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ- এর কাউন্সিল জামেয়া আশরাফিয়া, পাবনায় দুপুর ৩:০০ টায় হাফেজ মাওলানা আমিনুর রহমান, মুহতামিম, জামেয়া আশরাফিয়া পাবনা- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম পাবনা জেলা কমিটি গঠন করা হয়।উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ। কেন্দ্রীয় দফতর সম্পাদক, মাওলানা আফসার মাহমুদ। বগুড়া জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা কাজী ফজলুল করিম। রাজশাহী জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দিন।উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা শরিফুল ইসলাম, মুহতামিম, বিরাহিমপুর আশরাফুল উলুম কওমি মাদরাসা। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি নাজমুল হাসান, নায়েবে মুহতামিম, জামিয়া আশরাফিয়া, পাবনা । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুফতি ওয়ালিউল্লাহ, মুহতামিম, জামিয়া রহমানিয়া, পাবনা। প্রচার সম্পাদক নির্বাচিত হন মাওলানা শিহাব উদ্দিন কায়েমি, জামিয়া আশরাফিয়া, পাবনা। কোষাধ্যক্ষ নির্বাচিত হন মুফতি ইমরান খান, মুহতামিম, উলুমুল ইসলামিয়া পাবনা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭