ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে মাদক ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করণে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত


ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধি:   গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক ও বাল্য বিয়ে নিরুৎসাহিত করণে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শেখ খবির উদ্দিন কলেজ মাঠে চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহাবুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ গাফফার মোল্লা, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর, সাবেক প্রধান শিক্ষক ও হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রন্জু, কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রামদেব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মন্ডল, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন, চিলমারী উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হালিম, ইউপি সদস্য মোঃ রানু মিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে দিনব্যাপি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।