শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় হেভি রিলাক্স সি ইউ নট ফর মাইন্ড বলে ইউটিউবে ভাইরাল হওয়া সেই শ্যামল চন্দ্র (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামল চন্দ্র ওই এলাকার নেপাল চন্দ্রের ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মী ছিলেন এবং সে রেল স্টেশনে কুলির কাজ করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন।জানাযায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা দায়ের করেন।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭