ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

সখিপুর তানযীমুল কুরআন মাদরাসার উদ্যোগে ২য় তাফসিরুল কুরআন মাহ্ফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত


ডিসেম্বর ২১, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের সখিপুর উপজেলার ঐতিহ্যবাহী তানযীমুল কুরআন মাদরাসার উদ্যোগে ২য় তাফসিরুল কুরআন মাহ্ফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ) এ ২য় তাফসিরুল কুরআন মাহ্ফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ মাও. আসাদুজ্জামানের সঞ্চালনায় অত্র মাদরাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মাও. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শাখার সহকারী সেক্রেটারী বাসাইল উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. শফিকুল ইসলাম খান।
উক্ত অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন অত্র মাদরাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মাও. মোঃ সাইফুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন অত্র মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাও. মোঃ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আলহাজ্ব মুফতি হাফেজ ক্কারী মাও. আবুল কালাম আজাদ (রাজশাহী)। আরও বক্তব্য রাখেন অত্র মাদরাসার পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম। এ অনুষ্ঠানে ৪ (চার) জন হাফেজ ও ১ (এক) জন হাফেজাকে প্রধান বক্তা পাগড়ী প্রদান করেন। এতে আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার পরিচালনা পর্ষদের সহ সভাপত মাও. মোঃ রফিকুল ইসলামসহ সকল পরিচালকবৃন্দ, শিক্ষক/ শিক্ষিকা, অভিভাবক,ছাত্র/ছাত্রী প্রমুখ। তাফসির পেশ ও পাগড়ী প্রদানের পর দোয়া শেষে সবার মাঝে দুপুরের খারার বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।