লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের দাবিকৃত বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।পত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদা ইয়াছমিনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান থাকায় তাঁকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন প্রবিধানমালায় বর্ণিত সুবিধাদি প্রাপ্য হবেন।এর আগে গতকাল বুধবার পরীক্ষা বর্জন করে অভিযুক্ত শিক্ষক ফরিদা ইয়াছমিনের অপসারণ ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষক ফরিদা ইয়াছমিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কথায় কথায় মানসিক নির্যাতনসহ নানাভাবে শিক্ষার্থীদের নাজেহাল করে আসছেন।এ নিয়ে ‘শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধনে নামে শিক্ষার্থীরা’ শিরোনামে বুধবার দৈনিক ভোরের খবর’ এ একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি মেনে সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করায় খুশি আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় আজ বৃহস্পতিবার পরীক্ষায় অংশ নিয়েছে তারা।লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লিটন চন্দ্র দেবনাথ বলেন, ‘অভিযুক্ত সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর বৃহস্পতিবার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তবে বুধবারের পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। দাবি পূরণ হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে গেছে। বর্তমানে বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’প্রসঙ্গত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ রয়েছে। এসব কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছিল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭