লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১৪ই ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পদ্মা সেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জামসেদ আলম রানা, এ্যাড: নুর মোহাম্মদ প্রমুখ।এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ১৪ ডিসেম্বর এই দিনে আমরা জাতীয় বহু বুদ্ধিজীবী হারিয়েছি। যারা অত্যান্ত সুদুর প্রসার জ্ঞানের অধিকারী ছিলেন। তারা আমাদের প্রাণ দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন। আমরা তাদের বিনম্র শ্রদ্ধার ও সম্মানের সাথে স্মরণ করি। এই দিনে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকারসহ অনেক বুদ্ধিজীবী প্রাণ দিয়েছেন। তাদের প্রত্যেকের স্বতন্ত্র অবদান রয়েছে। মূলত দেশের বিবেকহীন করার জন্যই এই হত্যাকান্ড ঘটনা ঘটনো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭