ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:   লক্ষ্মীপুর সদরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুই শিশুর মৃত্যুর বিষয়টি দৈনিক ভোরের খবরকে নিশ্চিত করছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল।এর আগে সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।মারা যাওয়া শিশুরা হলো, দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের ৮ বছরের মেয়ে হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছরের ছেলে সোহাগ।স্বজনরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম সৌরভ বলেন, দুই শিশুকে আমরা মৃত পেয়েছি। পরিবার তাদের জিম্মায় লাশ বাড়িতে নিয়ে গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।