নিজস্ব প্রতিনিধিঃ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত অফিসারদের সংগঠন রিটায়ার্ড আমর্ড ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) ক্লাবের নির্বাচনে মেম্বার গেমস্ এন্ড স্পোর্টস পদে নির্বাচিত হলেন ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ হারুন অর রশিদ ভূঁইয়া। তিনি এই দিয়ে দুইবার একই পদে নির্বাচিত হলেন। তার প্রতিপক্ষ প্রার্থী পেয়েছেন ৯০২ ভোট এবং তিনি পেয়েছেন ১১৭২ ভোট । সর্বমোট ২৭০ ভোটে পরাজিত করে তিনি নির্বাচিত হন। সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত অফিসারদের সংগঠন রিটায়ার্ড আমর্ড ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) ক্লাবের গেমস্ এন্ড স্পোর্টসের দায়িত্ব পালনের সময় সকল মেম্বারদের কাছে সহযোগিতাও কামণা করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭