ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

মেধাবৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর, রেজিষ্ট্রেশন চলছে


ডিসেম্বর ৮, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   মুন্সিগঞ্জ জেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মতো মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর জেলার পাঁচটি উপজেলার ১২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠাতব্য মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষায় সদর উপজেলার ৩৩টি, টংগিবাড়ি উপজেলার ১৯টি , সিরাজদিখান উপজেলার ৩৭টি, শ্রীনগর উপজেলার ২৩টি ও লৌহজং উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।তবে চলতি মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে (www.manabseba.org) রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনে পূর্বে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল আইডেন্টিফাই কোড সংগ্রহ করতে হবে।৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী , সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণি সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণি সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ী ও লৌহজং উপজেলার অধীন বিদ্যালয়গুলোর পরীক্ষা কেন্দ্র সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অধীন বিদ্যালয়গুলোর পরীক্ষা কেন্দ্র রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ। নৈর্ব্যক্তিক আকারে এক সঙ্গে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১১টায়।মেধাবৃত্তি-২০২৪ এর পরীক্ষা নিয়ন্ত্রক জসীম মোল্যা বলেন, শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক ভাবে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ বছর গজারিয়া উপজেলা বাদ পড়লেও পরবর্তীতে পুরো জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় নিয়ে মেধাবৃত্তি আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, মূলত শিক্ষার্থীদের উচ্চ পর্যায় প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের এ মেধাবৃত্তি পরীক্ষার অভিজ্ঞতা কাজে আসবে বলে আমরা মনে করি। তাই আমরা ওইরকম একটি পরিবেশ সৃষ্টি করে এই পরীক্ষার আয়োজন করে থাকি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।