ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   মুন্সিগঞ্জে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষা সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর ) বেলা ১১টায় টংগিবাড়ী উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে পৃথক দুটি কেন্দ্রে একযোগে সংগঠনটির তৃতীয়তম এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে মুন্সিগঞ্জের পাঁচটি উপজেলার ১২৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ১৪শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী , সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণি সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণি সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।