স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর মোকামে হযরত শাহ শরীফ উদ্দিন রাহ: বাগদাদী মাজার শরীফের বাৎসরিক ওরস পালন নিয়ে প্রভাবশালীদের বাঁধা।এর জেরে রবিবার দুপুরে শাহপুর মোকাম এলাকার রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে।জানা যায়, গত রবিবার থেকে তিন দিন ব্যাপী বাৎসরিক ওরস পালনের কথা ছিল হযরত শাহ শরীফ উদ্দিন রহঃ বাগদাদী মাজারে। এ উপলক্ষে মাজারের খাদেম সহ অন্যানরা মিলাদ মাহফিলের আয়োজন করেন।এদিকে হবিগন্জ জেলা প্রশাসকের অনুমতি থাকা সত্ত্বেও প্রভাবশালী ব্যাক্তিরা বাঁধা প্রদান করেন। বাঁধা প্রদানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রভাবশালীরা। এতে খাদেমসহ গুরুতর আহত হয় ৪জন।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।মাজারের খাদেম শাহআলম বলেন, হযরত শাহ শরীফ উদ্দিন রহঃ বাগদাদী মাজারে প্রতি বছর বাৎসরিক ওরস হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও হবিগঞ্জ জেলাপ্রশাসক এর নিকট থেকে অনুমতি নিয়েই আমরা ওরস পরিচালনা করতে যাচ্ছি। এরই মধ্যে বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এর হুকুমে এবং স্হানীয় হরিতলা এলাকার প্রভাবশালী মেশকাত মিয়ার নেতৃত্বে আঃ রশিদ, সোলেমান, আবু কালাম, জবরুল, শামীম, তাহির, কবির আলম,ও সাহাব উদ্দিন নামের ব্যাক্তিরা ওরসে বাঁধা প্রদান করেন।এমনকি রবিবার সকালে ব্যাটারি চালিত টমটম গাড়ি যোগে মাজারে প্রবেশ করার সময় অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের কে আহত করে।আহতরা হলেন, মোঃ জাকারিয়া (৩০),মোঃ পলক শাহ (৪০), মোছাঃ নুরজাহান (৫০), খাদেম মুহাম্মদ শাহ আলম (৪৫)।এবিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন ধরনের মামলা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭