ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন। এতে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, স্বপন বনিক, জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেকউল্লাহ চৌধুরী, ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বিভিন্ন দৈনিক পত্রিকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানকে জরিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনগড়া সংবাদ ছাপানো হয়। এরই প্রতিবাদে সকালে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন দলিয় নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭