ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছিন্নমূল ও অসহায় শীতার্ত নারী-পুরুষে মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান । বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সকালে পৌরসভার ১নং ওয়ার্ড বান্ডাব এলাকায় ৭ শত কম্বল বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জহির রায়হান, স্বপন বনিক, তাহের উদ্দিন ফকির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।এ সময়, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন পৌরসভার ১ নং ওয়ার্ডে ৭০০ শ জন ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। অব্যাহতভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯হাজার নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭