বেড়া (পাবনা) প্রতিনিধি: বেড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বেড়া উপজেলা সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সদস্য সচিব, জনাব সালাউদ্দিন ইকবাল, যুগ্ম আহবায়ক, সাজেদুল ইসলাম দিপু, যুগ্ন আহবায়ক মোঃ ময়নুল হক, বেড়া উপজেলা জামাতের আমির, মোঃ আতাউর রহমান, বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা , মোঃ মোতালেব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ তৌহিদুল ইসলাম, আরডিও অফিসার, আব্দুল ওয়াহাব, উপজেলা সহকারী প্রোগ্রামার, অপূর্ব কুমার সাহা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগন, প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা ১৯৭১ সালের এই দিনের শহীদ বুদ্ধিজীবীদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭