বেড়া(পাবনা) প্রতিনিধি: নারী -কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি: এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে (৯ ডিসেম্বর) সোমবার সকালে বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মানববন্ধন, র্যালি এবং বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ৪জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়।এসময় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী হিসেবে মোছাঃ শরিফা খানম, সফল জননী হিসেবে ওয়ালিদা পারভীন, নির্যাতনে রবিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা নারী হিসেবে মোছাঃ স্বপ্না খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোছাঃ আরিফা সহ মোট ৪ জন নারীকে জয়িতা নারী সম্মাননা দেওয়া হয়।মানববন্ধন ও র্যালি শেষে বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মোশেদুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, নুসরাত কবীর, মৎস্য কর্মকর্তা, মোঃ নাসির উদ্দীন, সহকারী প্রোগ্রামার, অপূর্ব কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ তৌহিদুল ইসলাম, আরডিও অফিসার, আব্দুল ওহাব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক ও পেশাজীবি মানুষ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কাওছারুল আলম।