বেড়া(পাবনা) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’। এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বেড়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। সোমবার (৯ ডিসেম্বর) সকালে বেড়া উপজেলা প্রশাসন বেড়া, পাবনা এর উদ্যোগে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” বিষয়ক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মোশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হল রুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, নুসরাত কবীর, মৎস্য কর্মকর্তা, মোঃ নাসির উদ্দীন, সহকারী প্রোগ্রামার, অপূর্ব কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ তৌহিদুল ইসলাম, আরডিও অফিসার, আব্দুল ওহাব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক ও পেশাজীবি মানুষ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কাওছারুল আলম।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭