টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ প্রতিনিধি: টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান ২৯ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় স্কুল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম হাসান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গিবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোর্তজা আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা লোকমান মিয়া, আড়িয়ল ইউপি সদস্য মোঃ তোফাজ্জল, সমাজসেবক আবুল বাশার বেপারী, মোঃ বিল্লাল বেপারী, জলিল মাদবর, আফজাল হোসেন দেওয়ান, রুহুল ছৈয়াল, মোঃ সেলিম, মোঃ শান্ত ছৈয়াল প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয় ও নিতিরাস্থ্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকবৃন্দ।