ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

নবীগঞ্জে সরকারি স্কুলের জায়গা দখলের অভিযোগ 


ডিসেম্বর ২৭, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি ।।  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে বুরহানপুর সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের সামনের সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে বাওয়ালি ফসল চাষ করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখাযায়, ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি আবুল হোসেন চঞ্চল মিয়া তার আত্নীয় স্বজনের  বিরুদ্ধে সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের খালি জায়গা জবর দখল করার অভিযোগ  করেন গ্রামবাসী।  তিনি  জায়গাটি বিগত ৫ বছর যাবৎ দখল করে রেখেছেন বুরহানপুর গ্রামের মজিবুর রহমান তফু উল্লাহ পুত্র আবুল হোসেন চঞ্চল আকবর হোসেন জুনেদ, আবুল হোসেনর পুত্র সেজু আহমদ, সেফু আহমদ, সঞ্জব আলী পুত্র সানুর মিয়া ও আমিনুর মিয়াগংরা।  সরকারি জায়গা অবৈধ ভাবে দখলদারের কাছ থেকে উদ্ধার করতে গ্রামবাসীরা একাধিকবার গ্রাম্য-বিচার সালিশে চেষ্টা করেন। দখলদার চঞ্চল মিয়া গ্রাম্য বিচার সালিশে শুক্রবারে জায়গা খালি করে দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু তিনি জায়গা খালি না করে উক্ত পাকা পিলার  বাঁশ দিয়ে জায়গা বেড়া দিয়ে  বাওয়ালি ফসল চাষ করছেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় বইছে। এলাকাবাসীর দাবী সরকারি  স্কুলের জায়গা ভরাট করে একটি শহীদ মিনার নির্মাণ  ও  বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ছাত্র- ছাত্রীদের খেলাধুলার করার পরিবেশে  করে দিবেন গ্রামবাসী ।  সরকারী জায়গা গ্রামবাসীর ছাড়তে গেলে কথা বললেই  দখলদার প্রভাবশালী লাঠিয়াল বাহিনীদের সাথে  দাঙ্গা হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় রয়েছে। তাই এলাকাবাসী দ্রুত ভূমি চক্রকারীদের কাছ থেকে সরকারি স্কুলের জায়গা দখল উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।