স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।শনিবার( ১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ। পজিব কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন থানার অফিসার ইনর্চাজ মোঃ কামাল হোসেন,কৃষি অফিসার তানবীর নুল আলম,মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুত দাশ, একাডেমি সুপারভাইজার শাহনাজ ইসলাম, সহকারী সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক আলী আমজদ মিলন প্রমূখ।সভায় শহীদ বুদ্ধিজীবি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তোলে ধরে আলোচনা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ রোডে স্থাপিত শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্রাচার্য স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।