স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে পাঁচটি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ও ডাকাতরিপন মিয়া(আরশ) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি হলো- নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের কামরুজ্জামান প্রকাশ মোজেফর উল্লাহ ছেলে রিপন প্রকাশ আরশ মিয়া (৩৫)।গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ থানার অফিসার মোঃ কামাল হোসেন পিপিএম দিকনির্দেশনায় ও এএসআই(নিঃ) জামাল হোসেন সরকার,নেতৃত্বে এএসআই(নিঃ) ছানোয়ার হোসেন,এএসআই (নিঃ) সিদ্দিকুর রহমান,এএসআই (নিঃ) সুব্রত কুমার দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামে অভিযান পরিচালনা করে ৪টি জিআর ও ১টি সিআর মোট ০৫টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাকাত রিপন প্রকাশ আরশ মিয়া (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতাররের সততা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামাল হোসেন পিপিএম। তিনি বলেন, আসামী নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭