ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

দেশটাকে অস্থিতিশীল করলে হয়তো আবার স্বৈরাচার ফিরে আসবে : মুজিবুর রহমান


ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলার উদ্যোগে শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে। আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে। যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার সেই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না। সে জন্য দল-মত, জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে বাংলাদেশের স্বাধীনতা কেউ নস্যাৎ করতে পারবে ‘১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে পারবে না।বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত শ্রমিক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো। সেই সোনালী আঁশ পরবর্তীতে গলার ফাঁসে পরিণত হয়েছে। এটা করেছিল সেই সরকার, যারা স্বাধীনতার নামে দেশকে পরাধীনতায় আবদ্ধ করে দিয়েছিল। ৭১ সালে স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটেছে পরাধীনতা। এই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয়। ওই পরাধীনতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকারের স্বাদ ফিরিয়ে আনার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট পরিণত হয়েছে। মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেতে পেরেছে। এই স্বাধীনতাকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘জামায়াতে ইসলামীকে আপনারা যদি সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আপনাকে ব্যবসার জন্য, তরকারি বিক্রির জন্য, রিকশা-ভ্যান কেনার জন্য মানুষের কাছে যেতে হবে না। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে জামায়াতে ইসলামী সব মানুষের অধিকার নিশ্চিত করবে।বক্তারা আরো বলেন, সিএনজি, অটো রিক্সা ও বাস সহ সকল স্থানের চাঁদা বন্ধ করতে হবে। শ্রমিক ইউনিয়নে কোন প্রকার চাঁদা দিবেন না। যারা চাঁদা দাবী করে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। কারণ স্বাধীন দেশে কোন চাঁদাবাজী চলবে না।জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মমিনুল হক ও শহর এডভোকেট মঞ্জুরুল আলম মিরন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রধান উপদেষ্টা এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট নজির আহমদ, এ আর হাফিজ উল্লাহ, মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল খায়ের, মাওলানা হুমায়ুন কবির, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির এড. আবুল ফারাহ্ নিশান, চন্দ্রগঞ্জ থানা আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল, রায়পুর উপজেলা আমির মাওলানা নাজমুল হুদা, রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম, কমলনগর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, জেলা পরিবহন ইউনিয়নের সভাপতি জাকির হোসেন সবুজ, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি সালাহউদ্দিন নাছির, সদর উপজেলা সভাপতি, আমীর হোসেন মেম্বার, চন্দ্রগঞ্জ সভাপতি ডা, কাউসার হামিদ, রামগতি উপজেলা সভাপতি অধ্যাপক একরামুল হক, রামগঞ্জ উপজেলা সভাপতি, সাইফুল ইসলাম, রায়পুর উপজেলা সভাপতি, মহি উদ্দিন প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।