মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদের অন্তর্গত উপজেলার পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ৩০জন প্রাথমিক শিক্ষার্থীর শিক্ষাচক্র সমাপ্ত হওয়ায় বিদ্যালয় থকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।১১- ই ডিসেম্বর (বুধবার) বেলা ২ ঘটিকায় বিদ্যালয়ের মিলনায়তনে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা বেগমের সঞ্চালনায় পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম খান ।উপহার হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীদের রজনীগন্ধা প্রদান করা হয়।বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা আক্তার, রিতা রানী দাস, নুসরাত জাহান সুমনা, ইমু আক্তার এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭