মুন্সীগঞ্জ প্রতিনিধি: টঙ্গীবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি মধ্য দিয়ে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা,শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭