টঙ্গিবাড়ী প্রতিনিধি: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক কোষাধক্ষ্য মিজানুর রহমান সিনহা বলেছেন আমি যদি ধানের শীষের নমিনেশন পাই তাহলে নির্বাচন করবো আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর সাথে কথা বলেছি তারা যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি অবশ্যই নির্বাচন করবো। টঙ্গিবাড়ীর যত অসমাপ্ত কাজ আছে তা আমি সমাপ্ত করবো। সোমবার বেলা ১১ টায় ঢাকা একমি ভবনে টঙ্গিবাড়ী উপজেলার সাবেক ছাত্র নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন কেরানীগঞ্জ হতে টঙ্গিবাড়ী সড়ক ও মোল্লা বাজারের ব্রীজের কাজ যেনো দ্রুত সমাপ্ত হয় সে ব্যাপারে তদারকি করতেছি। এ সময় তিনি নেতা কর্মীদের কথা সুনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রী কলেজের সাবেক জিএস হুমায়ুন কবির হিমু, টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম,টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কবির হোসেন মিন্টু, পাচগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মল্লিক, ধীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন দেওয়ান, জনী মল্লিক, মুনমুন মল্লিক প্রমুখ।