ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদা প্রেস ইউনিটি দপ্তর সম্পাদক ও দৈনিক একুশের বাণী এর স্টাফ রিপোর্টার সাংবাদিক বাবুল আক্তার এর উপর হামলা করেছে হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ী গ্রামের কতিপয় দুর্বৃত্তরা।হামলা আহত বাবুল আক্তারের সাথে হাসপাতালে কথা বলে জানা যায় যে এই গ্রামের বেশ কিছুদিন আগে কিছু সন্ত্রাসী সামাজিক অধিপত্যের যে ধরে কয়েকটি বাড়ি ভাঙচুর করে। আজ সেই ভাঙচুরের মামলার আদালতের নির্দেশ সাপেক্ষে পিবিআই তদন্তে আসলে সেখানে তাদের উপস্থিতি থাকার কারণে পিবিআই স্থান ত্যাগ করলে বিকাল পাঁচটার দিকে যে সন্ত্রাসীরা গ্রামের কৃষকদের বাড়ি ভাঙচুর করেছিল তারা বাবুল আক্তার ও অন্য একজনের উপরে হামলা চালায়। বাবুল আক্তার কে হত্যার উদ্দেশ্যে আমরা চালিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে ও পা য়ে আঘাত করে তাকে ফেলে রাখে। সেখান থেকে গ্রামবাসী উদ্ধার করে ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি করে। তার মাথায় আটটা সেলাই লেগেছে। বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় যে এখনো থানায় মামলা করেনি তবে মামলা করা প্রক্রিয়া চলছে।সাংবাদিক বাবুল আক্তারের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব নিন্দা নিন্দা জ্ঞাপন করেছেন এবং উক্ত ঘটনার সাথে জড়িত দের তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭