ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে বালুর নীচে চাপা পড়ে টাক্টরের হেলপার মৃত্যু


ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে ট্রাক্টরে বালু তোলার সময় বালুর নীচে চাপা পড়ে এক টাক্টর হেলপার মৃত্যু হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দিকে এ ঘটনায় মুত্যু আব্দুল ওয়াহেদ (৫৫) তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাশের করতোয়া নদীর তীর থেকে বালু ট্রাক্টরে তোলা হচ্ছিল। বালু তোলার এক পর্যায়ে উপর থেকে হঠাৎ একটি বালুর স্তর ভেঙ্গে পড়লে টাক্টর হেলপার আব্দুল ওয়াহেদ এর নীচে চাপা পড়েন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।