ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু


ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে।নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়,আজ সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।