লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রায়পুর উপজেলার সাধারণ জনগণ’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আবদুল আসাদ, হাসিব গাজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়পুরের সমন্বয়ক ওসমান গনি ও রশিদসহ স্থানীয় আরও অনেকে।বক্তব্যে তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে রক্তে অর্জিত আজকের বাংলাদেশ। বিপ্লবী সরকারের আমলে আওয়ামী দোসররা কীভাবে বহাল তবিয়তে থাকে। আওয়ামী লীগের আমলে রায়পুরের ইউএনও মো. এমরান খান বিভিন্ন দুর্নীতি করেছেন। এখনও করছেন। তিনি এখনও আওয়ামী লীগের পুর্ণবাসনসহ, দুর্নীতি, অনিয়মে জড়িয়ে আছেন বলে অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় হাট-বাজার ও বিভিন্ন দফতর থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শিগগিরই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।এ সম্পর্কে ইউএনও মো. এমরান খান বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যানের তারা পদত্যাগ দাবি করেছেন। তা না করায় তারা আমার ওপরে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করছে। আর বাকি সব অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট।