ভোরের খবর ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে খালাসের এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশের এসআই সৈয়দ আবুল হোসেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ দুপুরে আসামিদের ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, বিশেষ সরকারি কৌঁসুলি আবু তাহের নয়ন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এরশাদ হোসেন অংশ নেন। আর বিবাদী পক্ষে ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭