শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”প্রতিপাদ্যের সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আখন্দ, সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলু, শিক্ষার্থী মাফরুহা রহমান অথই প্রমূখ।পরে আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ সড়কে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।