ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪

শায়েস্তাগঞ্জের বাণীর বর্ষপূর্তি অনুষ্ঠানের সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ যুগ্ম-সচিব নজরুল ইসলাম


ডিসেম্বর ১৪, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাঁরা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা। এতে জাতির বিবেকরা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্বারূপ করতে হবে।তিনি আরও বলেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ শহর থেকে অনলাইন নিউজ পোর্টাল শায়েস্তাগঞ্জের বাণী প্রকাশ হচ্ছে। এ নিউজ পোর্টালটির মাধ্যমে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ পাচ্ছে। শায়েস্তাগঞ্জের বাণীর জন্য অনেক শুভ কামনা।শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনলাইন নিউজ পোর্টাল শায়েস্তাগঞ্জের বাণীর ৩য় বর্ষপূর্তি ও প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী সচিব আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল বলেন, শায়েস্তাগঞ্জের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে লেখাপড়া করেছি। এ স্থানটি যোগাযোগের উন্নত মাধ্যম। বর্তমানে শিল্পাঞ্চল গড়ে ওঠেছে। এ শহর থেকে শায়েস্তাগঞ্জের বাণী নামে নিউজ পোর্টাল প্রকাশ হচ্ছে। লেখনীর মাধ্যমে নিউজ পোর্টালটিতে শায়েস্তাগঞ্জ তথা বিভিন্ন স্থানের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে।তিনি আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে। নীতিহীন সাংবাদিকতা কখনও দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না, বরং ক্ষতিগ্রস্ত করে। দেশের প্রতি সবারই দায়িত্ববোধ থাকতে হবে। এই দায়িত্ববোধের সঙ্গে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে।বিশেষ অতিথি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী বলেন, মানুষ সঠিক তথ্য জানতে চায়। এজন্য সংবাদ করার পূর্বে সঠিক তথ্য সংগ্রহ করা সাংবাদিকের দায়িত্ব। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করতে হবে। নিউজ পোর্টাল শায়েস্তাগঞ্জের বাণী শুরু থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে।শায়েস্তাগঞ্জের বাণীর সম্পাদক ও প্রকাশক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং সহযোগী সম্পাদক মিজানুর রহমান সুমন ও নির্বাহী সম্পাদক মহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, এসএস কমিউনিকেশন বিডি হবিগঞ্জের প্রোপাইটর মোঃ আজহারুল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান।এছাড়াও বক্তব্য রাখেন, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সাঁই, বর্তমান সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, বাহুবল প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, মানবাধিকারকর্মী জিয়াউল হক শাকিম, সমাজকর্মী কামাল আহমেদ,সাংবাদিক শাহ মোস্তফা কামাল, মহসিন সাদেক, তোফায়েল আহমেদ মনির,সফিক মিয়া মাস্টার, তাহমিনা বেগম, মহিন আহমেদ অলি,বিল্লাল আহমেদ,স্বপন রবি দাস, সাগর আহমেদ,আব্দুল আহাদ, রাম কৃষ্ণ তালুকদার,সোহাগ মিয়া,আতিকুর রহমান রুমন, রিয়াজ আলী পিংকন,সমাজকর্মী আলী আকবর শিপন,প্রমুখ।প্রীতি সম্মেলনের আগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ও সেরা প্রতিনিধিদেরকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এছাড়া শায়েস্তাগঞ্জের বাণীর প্রিন্ট ভার্সনের মোড়ক উন্মোচন করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।