ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে কিশোর আহত


ডিসেম্বর ৮, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার মধ্যে পড়ে থাকা বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে এক কিশোর গুরুতর আহত হয়েছে।রোববার দুপুরের এ দুর্ঘটনায় আহত মো. সজিবের দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের বিভিন্ন অংশ। সে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে ওই শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে আহত কিশোরের।ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব দে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।