ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

মানিকগঞ্জে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


ডিসেম্বর ২৭, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং আমেরিকার জর্জিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদের সৌজন্যে মানিকগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি স্থানীয় একটি মাদ্রাসায় আয়োজন করা হয় । এতে এলাকার অসহায় মানুষ, বিশেষ করে এতিম শিশু ও দুস্থ পরিবারগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন । এ সময় আয়োজকরা বলেন, শীতের এই কষ্টার্জিত সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব । দলের নির্দেশনা অনুযায়ী আমরা এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব । এতিম শিশু ও দুস্থরা শীতবস্ত্র পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান । মানবিক এই উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে । বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কার্যক্রম সারা দেশেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।