ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

ভারত সোনার ডিম পাড়া হাঁস হাড়িয়েছে, তাই বাংলাদেশে অশান্তি চাচ্ছে” – আসাদুজ্জামান রিপন


ডিসেম্বর ২, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধি:   বাংলাদেশের মুসলিমরা ধর্ম সহিষ্ণু মুসলিম শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র-অপপ্রচার করছে। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি অশান্তি হউক, কারণ তারা একটি মসনদ হাড়িয়েছে, সোনার ডিম পাড়া হাস হাড়িয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইসচেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।সোমবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় একটি মাদ্রাসায় কুরআন খানী ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশনেয় স্থানীয় জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগন।তিনি বলেন, ভারতে বসে নির্লজ্জের মত মানুষকে অশান্তিতে রাখছে , একবার বলেন চট করে চলে আসবো, এটা করবো, না এটা করবো । বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দুরা চলে যাচ্ছে, তাদের মন্দিরে থাকছে, তারা ধর্ম উদযাপন করতে পারছে না। এগুলো কি সত্য, একবারেই মিথ্যা কথা।সারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে প্রোপাগান্ডা করা হচ্ছে । সবাইকে রুখে দিতে হবে।তিনি বলেন, বাংলাদেশের মুসলিমরা ধর্ম সহিষ্ণু মুসলিম, চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে উগ্র ইসকনের লোকেরা হত্যা করেছে। ভারতে এমন করে কোন হিন্দুকে মুসলিম মারলে রক্তের গঙ্গা বয়ে যেতো। ভারত একটি মসনদ হাড়িয়েছে, সোনার ডিম পাড়া হাঁস হাড়িয়েছে। আওয়ামীলীগ প্রতিদিন একটি সোনার ডিম পেরে নরেন্দ্র মদির হাতে দিতো। এজন্য তারা বলতো ভারত তাদের সারাজীবন মনে রাখবে, সেটাই তারা করছে। দেশের সার্থ বিকিয়ে এতো কিছু দিতে হবে কেনো?তিনি আরো বলেন, শেখ হাসিনার দেশের মানুষকে গোলাম বানিয়ে মুষ্টিমেয় কয়েক রাজারানি জমিদার সেঁজে ছিলো। জনগন তাদের উৎক্ষাত করেছে। ভবিষ্যতে রাজনীতির নামে কোন রাজা রানী জমিদার বাংলাদেশের মানুষ হতে দিবে না।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক সহ অন্যানরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।