ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ছু’রিআ’ঘাতে আবাসিক হোটেল ম্যানেজার খু’ন


ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরে সানসাইন আবাসিক হোটেলের ফটকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন বিপুল মিয়া (৪২)। তিনি বগুড়া শহরতলির মাটিডালি এলাকার সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামেহত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী।পুলিশ জানায়, আজ বেলা দেড়টার দিকে হোটেলের ফটকে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্কবিতর্কের এক পর্যায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।স্থানীয়রা জানান, সানসাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে কর্মচারীরা আত্মগোপন আছেন।পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।