ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪

নবীগঞ্জে “সিডো” সামাজিক সংগঠন পক্ষ থেকে মহান বিজয় দিবস পালিত


ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে “সিডো” নবীগঞ্জ এর পক্ষ থেকে শুভেচ্ছা হাউজ অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।জাতীয় সংগীতের মাধ্যমে সিডো- নবীগঞ্জ এর আহ্বায়ক প্রফেসর মুজিবুর রহমান এবং সংগঠনের নেতৃবৃন্দ পতাকা উত্তোলন করেন। সংগঠনের ব্যানারসহ র‍্যালী করে স্মৃতিসৌধে সোমবার সকাল ৯ঘটিকার সময় নবীগঞ্জ ডাকবাংলো পাশে ১৯৭১সালের স্বাধীনতায় নিহত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে নবীগঞ্জ গাজিরটেক পয়েন্ট গোল চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।প্রফেসর মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ তনুজ রায়, প্রফেসর মো: মোজাম্মেল আলী শিকদার, মোঃ আব্দাল মিয়া।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এম আর কাপ্তান মিয়া,প্রফেসর নির্মল কান্তি দেব পলাশ,প্রফেসর উত্তম কুমার দাস,প্রফেসর পাপ্পু পাল, নিরজ কান্তি দাস,প্রফেসর গৌতম দাস প্রফেসর রীত সূত্রধর,নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য স্বপন রবিদাস,বারীন্দ্র সূত্রধর, মৌলানা আহমেদ হোসেন চৌধুরী, কায়েস আহমেদ মাহদী, মোঃ আজিম উদ্দিন, বাপ্পারাজ দে প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ মো:নজির আহমেদ।উল্লেখ করা আবশ্যক যে, নবীগঞ্জ বাসীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিগত ২৬ অক্টোবর ২০২৪ উক্ত সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। গরীব-অসহায়,শারীরিক প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত মানুষের সেবা এবং যোগাযোগ, গ্যাস-বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নমূলক সমস্যাবলী সরকারকে অবহিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই সংগঠনের প্রধান লক্ষ্য ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।